JSC/SSC পরীক্ষার্থীদের ২ মাসের কোর্সের প্রোগাম সমূহ-
01. Microsoft Word
02. Microsoft Excel
03. Microsoft PowrPoint
04. Internet Browsing
05. Windows 7
06. Bangla & English
Type07. Printing
08. Computer Overview
09. Type of Hardware
10. Type of Software
11. Photo Scaning
12. Use of Pen Drive
13. Memory Card Load
14. Audio & Video Play
15. Voice Recording
16. Video Recording
17. Computer Games
18. CD Writing
ভর্তি বিজ্ঞপ্তিঃ
আত্ননির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক চাহিদা অনুসারে শিক্ষিত বেকার যুবক, ছাত্র-ছাত্রী ও চাকরিজীবীদের কারিগরি দক্ষতা ও স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে দক্ষতার সাথে একযুগ ধরে আমরা “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” অনুমোদিত যুগোপযোগী ৩টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছি। শুধু প্রশিক্ষণের উদ্দেশ্যে আমাদের রয়েছে পর্যাপ্ত আধুনিক কম্পিউটার, দক্ষ প্রশিক্ষক ও সর্বোত্তম সেবা। ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে সারাবিশ্ব ব্যাপী কারিগরি শিক্ষার বিকল্প নেই। তথ্য-প্রযুক্তির এই যুগে কারিগরি শিক্ষাই হোক আধুনিক জীবনের পথচলার একমাত্র মাধ্যম। সুতরাং কারিগরি শিক্ষা গ্রহণ করুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন।
JSC/SSC পরীক্ষা সমাপ্তকারী শিক্ষার্থীদের ২ মাসের কোর্সে বিশেষ ছাড়ঃ
নিজের Career গড়তে SSC-র পরের সময়টাই সর্বোত্তম। কেননা এরকম ফ্রি সময় আর কখনও পাওয়া যাবে না। রেজাল্টের পর কোথায় ভর্তি হব তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমরা তোমাদের এ মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের Career Devleop করবই ইনশাআল্লাহ্।
শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দঃ
আপনার সন্তানকে আগামী’র প্রতিযোগীতায় টিকিয়ে রাখতে যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি শিক্ষায় শিক্ষিত/সমৃদ্ধ করে তুলুন। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই আপনার সন্তানকে কারিগরি শিক্ষায় যুগোপযোগী করে গড়ে তুলতে এ্যাপটাচ্ অঙ্গীকারবদ্ধ।
ভর্তির নিয়মঃ

অফিস কর্তৃক ৫০/- টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করে স্বহস্তে স্পষ্টভাবে পূরণ করতঃ ২কপি পাসপোর্ট সাইজের ছবি ও JSC/SSC সনদের ফটোকপি জমা দিতে হবে। JSC/SSC পরীক্ষার্থীদের প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।

ভর্তির সময় কোর্স ফি ১,০০০/- টাকা জমা করে ক্লাশ শুরু করুন। অবশিষ্ট ফি কোর্স শেষ হওয়ার পূর্বেই অফিসের নির্দেশনা অনুযায়ী পরিশোধ করুন। উল্লেখ থাকে যে সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন ফি কারিগরি বোর্ডের নির্দেশনা অনুযায়ী আলাদাভাবে জমা করতে হবে।